কলকাতার ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠিত সম্মিলিত কমান্ডারদের সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
বেটিং চালানোর অভিযোগে আরো দুই যুবককে গ্রেপ্তার করল গঙ্গারামপুর থানার পুলিশ।
বাংলার মুখ নিউজ গঙ্গারামপুর,১৪ সেপ্টেম্বর : বেটিং চালানোর অভিযোগে আরো দুই যুবককে গ্রেপ্তার করল গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন কুনাল দাস (৩৪) ও অপূর্ব সরকার (৩৭)। তাদের বাড়ি গঙ্গারামপুর থানার চাম্পাতলি ও কায়স্থপাড়ায়। রবিবার বেলা ১ টা নাগাদ ধৃতদের তোলা হয় গঙ্গারামপুর মহকুমা আদালতে।
উল্লেখ্য কিছুদিন আগে অনলাইন গেম ও বেটিং চালানোর অভিযোগে পিন্টু ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল গঙ্গারামপুর থানার পুলিশ। সেই সঙ্গে বেশ কিছু জায়গায় চলে অভিযান। পাশাপাশি লোটো চালানোর অভিযোগে সর্বমঙ্গলা থেকে এর আগে এক যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার আরো দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়। পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
দুর্গাপূজা কমিটিদের নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়
বাংলার মুখ নিউজ মালদা 15 সেপ্টেম্বর - প্রশাসন ও গাজোল থানা প্রশাসন যৌথ উদ্যোগে গাজোল পঞ্চায়েত সমিতির সহযোগিতায় গাজোল ব্লক ক্যাম্পাসের ধরণী ধর অতিথি নিবাস কক্ষে দুর্গাপূজা নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এ প্রশাসনিক বৈঠকে দুর্গাপূজা নিয়ে একাধিক বিস্তারিত আলোচনা সভা হয়। সরকারি আইন নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা হয়, সেভ ড্রাইভ সেভ লাইফ, প্লাস্টিক মুক্ত ও বিদ্যুৎ প্যান্ডেল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ছিলেন গাজোল ব্লকের বিডিও সুদীপ্ত বিশ্বাস। জয়েন্ট বিডিও সুব্রত শ্যামল,গাজোল থানার আইসি আশিস কুন্ডু । গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন,গাজোল ব্যবসায়ী সমিতির সম্পাদক বিধানচন্দ্র রায়। পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার উদ্বাস্ত পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার । মালদা জেলা পরিষদের খাদ্য কর্মদক্ষ রিতা সিংহ সহ অন্যান্য অতিথিবর্গ । গাজোল ব্লকের সমস্ত দুর্গাপূজা কমিটি কে নিয়ে শান্তিপূর্ণভাবে সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সরকারি আইন নিয়ম মেনে দুর্গা পূজা করার জন্য আহ্বান জানানো হয়। একের আনন্দ অপরের যেন দুঃখজনক না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। দুর্গাপূজা নিয়ে পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসন নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। কোন পূজা কমিটির কোনো অসুবিধা হলে ব্লক প্রশাসন ও থানা প্রশাসনকে জানানোর জন্য আহ্বান জানানো হয়। প্রশাসন সূত্রে জানা যায় গাজোল ব্লকে ২৭১ টি দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সরকারি অনুদানপ্রাপ্ত দুর্গাপূজা রয়েছে ১১৪ টি। সকলকে সরকারি নিয়ম মেনে পূজা করার নিয়ম বেঁধে দেওয়া হয়।
ভারতের BSF ও আর্মিদের কুরুচি কর মন্তব্য করার জন্য BJP র পক্ষ থেকে পথ অবরোধ করে বিক্ষোভ
বাংলার মুখ নিউজ ২ সেপ্টেম্বর:গাজোল বিধানসভার পক্ষ থেকে ও গাজোল মন্ডলের ১ এর উদ্যোগে গতকাল যে দেশের সেনাবাহিনী আর্মি B S F রয়েছে তাদেরকে কুরুচিকর মন্তব্য করছে। আর তারই প্রতিবাদে এদিন মঙ্গলবার বিকেল ৬ টা নাগাদ গাজল ১ নং অঞ্চলের বিধান পল্লী এলাকায় ৫১২ নং জাতীয় সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ ধিক্কার জানায় বিজেপির পক্ষ থেকে। এরপর বিজেপির এই পথ অবরোধের বিক্ষোভ ধিক্কার কর্মসূচির খবর পেয়ে ছুটে যায় ঘটনাস্থলেই গাজোল থানার পুলিশ।এরপর পথ অবরোধকারীদের বুঝিয়ে তাদের পথ অবরোধ টি উঠিয়ে নেয়া হয়। তাদের এই পথ অবরোধ বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজোল মন্ডল ১ এর সভাপতি নিহার রঞ্জন মন্ডল। উত্তর মালদার গাজোল বিধানসভার কনভেনার মধুসূদন কুন্ডু,গাজোল ১ নং অঞ্চলের উপপ্রধান প্রদ্যুৎ কুমার সর্দার,সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।প্রদ্যুৎ সর্দার বলেন আমাদের ভারতের সৈনিকদের শ্রদ্ধা জানাই।আজ আমাদের সৈনিকরা নিরাপত্তা বাহিনী। আজ আমাদের ভারতকে আক্রমণ করেছিল পাকিস্তান তাই পাকিস্তানকে উপযুক্ত জবাব দিয়েছে ভারতের এই সৈনিকরা ।দেশকে রক্ষা করেছে। আমাদের দেশকে তারা নিরাপত্তার রেখেছে। তাই আমরা দেশের সৈনিক BSF ও আর্মি তাদেরকে শ্রদ্ধা জানাই।