২০২৫ এ বন্যার জলে ডুবে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪

বাংলার মুখ নিউজ ১৭ সেপ্টেম্বর, ২০২৫মালদা -দিন যত যাচ্ছে বন্যা পরিস্থিতি ততটাই উদ্বেগে পরিণত হচ্ছে মানিকচক ব্লকের ভূতনির মানুষদের জন্য। এমনটাই দুর্বিসহ অবস্থায় রয়েছে মালদার ভূতনির বিভিন্ন এলাকার মানুষজনেরা, সব মিলিয়ে প্রায় দেড় লক্ষ মানুষ বন্যার জলে জলবন্দী হয়ে রয়েছে এখন পর্যন্ত জানা যাচ্ছে যে গতকাল রাতে এক ডাক্তারি ছাত্রের জলে ডুবে মৃত্যু হয়েছে, আজকে সকালেও এক ছাত্রীর মৃত্যু হয়েছে সব মিলিয়ে ২০২৫ এ বন্যার জলে ডুবে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪। এ নিয়ে রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবারে।এই বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনিক আধিকারিকদের কাছে আবেদন জানিয়েছেন সিটু নেতা দেবজ্যোতি সিনহা। তিনি বলেন নিয়মিত বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের এখানে পাঠানো হোক জলবন্দীদের জন্য পর্যাপ্ত ত্রাণের ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করুক জেলা প্রশাসন। আমরা চাই জেলা প্রশাসন পুরো বিষয়টার উপর নজরদারি চালাক আজকে এখানে প্রায় দেড় লক্ষ মানুষের যে অবস্থা তার জন্য বর্তমান তৃণমূল সরকারকে তিনি দায়ী করেছেন। প্রত্যেক মুহূর্তে ভূতনীর বিভিন্ন এলাকায় দুইটি নদীর জল প্রতিনিয়ত বাড়ছে সেই কারণে জল প্রত্যেকদিনই কোনো না কোনো মানুষের ঘরে জল ডুকছে । নতুন করে ঘরছাড়া হচ্ছে মানুষজন দুর্গাপূজার মুখে এইভাবে বন্যা পরিস্থিতির কারণে মানুষজন ভিটেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা হচ্ছে না এবং ত্রিপল ও ত্রাণ লুট হয়ে যাচ্ছে বলেও অভিযোগ উঠছে ।সব মিলিয়ে এখন বন্যা পরিস্থিতি কোন দিকে যাবে সেই দিকেই তাকিয়ে আছে সাধারণ মানুষ।