এলাকাবাসীর সহযোগিতায় বেশ কিছু যুবকরা রাস্তা সংস্কারের কাজে হাত
বাংলার মুখ নিউজ : বামফ্রন্ট আমল থেকে এলাকার বেহাল রাস্তা দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছে গাজোল ব্লকের করলাভিটা সংলগ্ন সবুজপল্লীপাড়া এলাকার প্রায় 40 থেকে 35 টি পরিবার। স্থানীয় বাসিন্দা রাজু সিংহ নামে এক বিশিষ্ট সমাজসেবী ওই ব্যক্তির উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগিতায় বেশ কিছু যুবকরা রাস্তা সংস্কারের কাজে হাত লাগিয়েছে। রাস্তাটা দীর্ঘদিন ধরে খারাপ থাকলেও বিভিন্ন দপ্তরে জানিও কোন লাভ হয়নি। এলাকাবাসীদের বক্তব্য তারা জানিয়েছেন বর্ষার দিনে খুবই খারাপ হয়ে যায় স্কুলের ছাত্র-ছাত্রীরা কাঁদা দিয়ে স্কুল ঠিকমতো যেতে পারেনা এখনো জল কাদা জমে রয়েছে বিভিন্ন জায়গায় বেশ কিছু বাড়িতেও জল ঢুকে রয়েছে নিকাশি ব্যবস্থা খুবই খারাপ পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ হলো প্রায় ২৬৮ মিটার লম্বা রাস্তা ৮-৯ ইঞ্চি মোটা করে পিচের রাবিশ ফেলে কাদা রাস্তাটা নমস্কার করা হলো। এই কাজ হওয়াতে এলাকাবাসীরা ভীষণ খুশি। বিশিষ্ট সমাজ সেবী রাজু সিংহ জানান বামফ্রন্ট আমল থেকে বেহাল হয়ে রয়েছে রাস্তাটি রাস্তা সারাদেশের কোনো উদ্যোগ নেওয়া হয় না। স্থানীয় গ্রাম পঞ্চায়েত মেম্বার কোনোভাবেই কর্ণপাত করেননি রাস্তা সারাইয়ের জন্য। তাই এলাকাবাসী ও এলাকার যুবকরা রাস্তার সংস্কার কাজে হাত লাগিয়েছে। সকাল থেকেই চলছে এই কাজ। কাজের জন্য প্রায় ১৫ থেকে ২০ জন ছেলেপেলে যুক্ত। নিজের সুযোগ বুঝে সুবিধা বুঝে ছেলেরা সকাল থেকেই রোটেশন ভাবে কাজ করে চলেছে।
ভাইফোঁটায় বিশেষ চাহিদা সম্পন্ন ভাইদের জন্য স্বাস্থ্য ও সুখের জন্য প্রার্থনা
