TUKRO KHABOR

বাংলার মুখ নিউজ মালদা :- প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে গাজোলের নয়াপাড়া এলাকায় তারক কুঞ্জে সংঘের উদ্যোগে আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন করা হলো, শতাধিক যোগী ও যোগিনীদের নিয়ে ‌। ১১ তম আন্তর্জাতিক যোগা দিবসে ৮ থেকে ৮০ সকলেই যোগ ব্যায়াম করেন। এই দিন উপস্থিত ছিলেন নির্মল কুমার সাহা সহ অন্যরা। এই দিন ১১ তম আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে কেক কেটে সেলিব্রেশন করার মধ্য দিয়ে বিশ্ব যোগ দিবস পালন করা হয়।