POLITICAL UPDATE

POLITICAL NEWS

04/07/2025

এই ঐতিহাসিক রেড হাউসে আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়ে আমি গর্বিত ও বিনীত। আমি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে এখানে কথা বলছি।ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী Narendra Modi ত্রিনিদাদ ও টোবাগোর সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেন।

পঞ্চায়েত সমিতির সভাপতি গঠন পর্বকে ঘিরে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠী কোন্দল 04/07/2025

মালদা, : মালদার কালিয়াচক -১নং পঞ্চায়েত সমিতির সভাপতি গঠন পর্বকে ঘিরে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠী কোন্দল। রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটির নির্দেশিত পঞ্চায়েত সমিতির প্রস্তাবিত সভাপতিকে ভোটাভুটিতে হারিয়ে তৃণমূলের অপর সদস্যাকে সভাপতি নির্বাচিত করলেন তৃণমূলেরই সংখ্যা গরিষ্ঠ পঞ্চায়েত সমিতির সদস্য। যাকে কেন্দ্র করে শুক্রবার জোর সোরগোল তৃণমূলের অন্দরে। নতুন সভাপতি নির্বাচন প্রক্রিয়ায় পক্ষ পাতিত্বের অভিযোগ তুলে সরব হলেন বিরোধী কংগ্রেস সহ তৃণমূলের একাংশ সদস্য। বোর্ড গঠন করেছিল তৃণমূল। পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলেন তসলিমা খাতুন ,কিন্তু ২০২৪ সালের ৫ই জুন লোকসভা ভোট গণনার দিনে শারীরিক অসুস্থতার কারণে তার মৃত্যু হয়, মৃত্যুর পর কালিয়াচক -১নং পঞ্চায়েত সমিতি সভাপতি ছাড়াই ভারপ্রাপ্ত সভাপতির মাধ্যমে চলছিল, বিরোধীরা বারংবার নতুন করে সভাপতি গঠনের দাবী জানিয়ে আসছিলেন। শুক্রবার মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে কালিয়াচক-১নং পঞ্চায়েত সমিতির সভাপতি গঠনের দিন ধার্য করা হয়। সেই মতো শুক্রবার কঠোর পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে শুরু হয় সভাপতি নির্বাচন গঠন প্রক্রিয়া। জানা গেছে, কালিয়াচক-১নং পঞ্চায়েত সমিতিতে মোট আসন ৪২টি , একজন সদস্যের মৃত্যুর কারণে বর্তমানে সদস্য সংখ্যা রয়েছেন ৪১জন। এরমধ্যে তৃণমূলের সদস্য সংখ্যা ২৪, কংগ্রেসের ১৬ এবং মিম পার্টির একজন সদস্য রয়েছেন। এই সমীকরণে শুক্রবার সমস্ত সদস্যদের উপস্থিতিতে কালিয়াচক-১নং পঞ্চায়েত সমিতির সভাপতি গঠন পর্ব শুরু হয়। গোটা পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে কঠোর পুলিশি নিরাপত্তার ছবি নজরে’ আসে। সভাপতি গঠন পর্বকে ঘিরে যেকোন প্রকার অশান্তি, গন্ডগোল রুখতে ঘটনাস্থলে হাজির ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন, কালিয়াচকের এসডিপিও ফয়জাল রেজা, কালিয়াচক থানার আইসি সুমন রায় চৌধুরী সহ বিশাল পুলিশ বাহিনী। এক কথায় কঠোর পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে সভাপতি গঠন করা হয়। আর এই সভাপতি গঠন নিয়েই প্রকাশ্যে আসে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। বিউটি খান নামে তৃণমূলের এক পঞ্চায়েত সমিতির সদস্যা দাবী করেন, প্রস্তাবিত সভাপতি হিসেবে রাজ্য থেকে তার নাম পাঠানো হয়েছিল। জেলা তৃণমূল কংগ্রেস কমিটির প্যাডে লেখা সেই নাম নিয়ে তিনি সভাপতি গঠন পর্বে হাজির হয়েছিলেন। কিন্তু তৃণমূলের সংখ্যা গরিষ্ঠ সদস্য তাকে সভাপতি নির্বাচিত না করে, বিরোধীদের সহযোগিতায় অন্য একজনকে সভাপতি করেছেন। আর সভাপতি নির্বাচনে পক্ষপাতিত্ব করেছে প্রশাসন। তাই তিনি এই সভাপতি নির্বাচন প্রক্রিয়া মানতে নারাজ। একই অভিযোগ করেছেন কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য মহম্মদ নাসিউল।যদিও কালিয়াচক-১নং পঞ্চায়েত সমিতির নব নির্বাচিত সভাপতি সামিমা পারভিন এবং সহকারি সভাপতি আলিউল সেখের দাবী, নিয়ম মেনেই সভাপতি গঠন পর্ব সম্পন্ন হয়েছে। তারা ২৩-১৮ ভোটের ব্যবধানে সভাপতি গঠন করেছেন।