নিজস্ব সংবাদদাতা মালদা:– ২০ জুন: বজবজে বিজেপির রাজ্য সভাপতিকে লক্ষ্য করে জুতো ছোঁড়ার অভিযোগের প্রতিবাদে সরব মালদা জেলা বিজেপি যুব মোর্চা। শুক্রবার দুপুরে মালদা শহরের পোস্ট অফিস মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায় কুশপুতুর দাহ করে প্রতীকী ধর্নায় বসেন বিজেপির নেতাকর্মীরা।
রাজ্য বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাক বিশ্বজিৎ রায় বলেন, “গতকাল বজবজে বিজেপি কর্মীদের ওপর হামলা হয়। বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের ওপর যেভাবে জুতো ছোঁড়া হয়েছে, অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে তার প্রতিবাদে আমরা সরব হয়েছি। আমরা আজ পোস্ট অফিস মোড়ে প্রতীকী ধর্নায় বসেছি। পাশাপাশি আজ আমরা মমতা বন্দ্যোপাধ্যায় কুশপুতুল দাহ করেছি।
POLITICAL NEWS
17/06/2025
Leave a Reply