বিশ্ব নবীর জন্ম দিবস সারম্ভে পালিত হয়ে গেল
বাংলার মুখ নিউজ-সারা বিশ্বের পাশাপাশি মালদার দেওতলাতেও জালালিয়া ইসলামিয়া মাদ্রাসায় উদযাপিত হয়ে গেল নবী দিবস। মুসলিম ক্যালেন্ডার অনুযায়ী শুক্রবার 5ই সেপ্টেম্বর ১২ ই রবিউল আউয়াল ফাতেয়া দোয়াজ দাহাম বা বিশ্ব নবীর জন্মদিবস । এই দিন বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম দিবস এই দিনকে স্মরণ করে বিশ্ব নবী দিবস অনুষ্ঠানের আয়োজন করে থাকেন । প্রতি বছরের মত এবারও দেওতলা এলাকায় পালিত হলো বিশ্ব নবীর জন্মদিবস । এবারের উদ্যোক্তা দেওতলা জালালিয়া ইসলামিয়া মাদ্রাসা ও জুলুস কমিটি সেই দিনটিকে পালন করে থাকেন। দেওতলা মাদ্রাসার কমিটির উদ্যোক্তা ফারুক হোসেন বলেন প্রতিবছর হাজার মানুষ মুসলিমদের সমাগম হয় দেওতলা এলাকায় তার পরে একটা জুলুস বের হয়। জুলুশটি মাদ্রাসা প্রাঙ্গণ হয়ে বিজল বাড়ি ধাওইল গোবিন্দপুর বিসমাইল লক্ষ্মীপুর হয়ে পুনরায় দেয়াতলা মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। বিশ্বনবী জন্ম দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওতলা জালালিয়া ইসলামিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব হামিদুর রহমান, সম্পাদক হাফিজ উদ্দিন সরকার , জুলুস কমিটির সম্পাদক সিরাজ উদ্দিন মিয়া ফারুক হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
